খাগড়াছড়িতে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধঃ অস্ত্রসহ আটক ১

Published: 18 Jun 2015   Thursday   

খাগড়াছড়িতে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ২টি বিদেশী পিস্তলসহ অভীক চাকমা নামের একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার  বিকালে  উপজেলা সদরের ৮ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

২টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।  বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলা সদরের ৮ মাইল নাম স্থানে বুধবার বিকালে একদল অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পেরে র‌্যাব-৭-এ অভিযান চালায়।  অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। এতে র‌্যারও পাল্টা জবাব দিলে কিছু সময় ধরে উভয়ের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গোলাগুলির টিকতে না পেরে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় অভিক চাকমা নামের এক যুবকে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। আটককৃত অভিক চাকমা রাঙামাটি জেলার মারিশ্যা অঞ্চলের বাসিন্দা। তবে সে কোন আঞ্চলিক রাজনৈতিক দলের জড়িত রয়েছে কিনা তা এখনো  ে নিশ্চিত হওয়া যায়নি ।

অপর একটি সূত্র জানিয়েছে, অস্ত্রব্যবসায়ীরা উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী অভিক চাকমা নিজেকে রাঙামাটি জেলার মারিশ্যা অঞ্চলের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার লে. কর্ণেল মিশতা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিক চাকমাকে আটক করা হয়েছে। আটককৃত কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত