রাঙামাটিতে টংগ্যার কমিউটি বিদ্যালয়ের শিক্ষকদের সপ্তাহব্যাপী প্রশিক্ষন কোর্স

Published: 13 Jun 2015   Saturday   

শনিবার রাঙামাটিতে এনজিও সংস্থা টংগ্যার উদ্যোগে কমিউটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি লক্ষে সপ্তাহব্যাপী প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে।

উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা টংগ্যা এ কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্ষন্ত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩কোটি ২৫ লাখ টাকা।

টংগ্যা সন্মেলন কক্ষে প্রশিক্ষন কোর্সের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  জেলা প্রাথমিক সহকারী শিক্ষাকর্মকর্তা মুফিজুল ইসলাম ও রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমা। সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষন কোর্সে জেলার ৪ উপজেলা বরকল, রাজস্থলী, বিলাইছড়ি ও কাউখালীর ৪৩টি কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

সভায় বলা হয়, রাঙামাটির প্রত্যান্ত এলাকায় সুযোগ বঞ্চিত শিশুদের শিক্ষার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থার(এনজিও) পরিচালিত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলো আবদান রাখছে। ইতোমধ্যে এনজিও সংস্থা টংগ্যার উদ্যোগে জেলার দশটি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ৪৩টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে শিশুদের  মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান করে যাচ্ছে। এছাড়া এসব বিদ্যালয়ের মাধ্যমে শিশুদের পরিবারের পুষ্টি ঘাটতি পুরণসহ বিভিন্ন আয়-বর্ধক কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ক্ষেত্রে ধ্বস নেমেছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন  দেখা দিয়েছে। তাই এসব রোধে দক্ষ ও সুযোগ্য শিক্ষক নিয়োগ প্রদান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান দিয়ে পাঠদান করতে হবে। তিনি বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ভূল শিক্ষায় পাঠদান না করতে অংশ গ্রহনকারী শিক্ষকদের প্রতি অনুরোধ জানান

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত