পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার কাছ করছে-দীপংকর তালুকদার

Published: 11 Jun 2015   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাই উপজেলার কে আর সি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে তা অতীতে কেউ করেনি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে একমাত্র আওয়ামীলীগই একটি পরিবেশ গড়ে তুলেছে। পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয় স্থাপন তার প্রমাণ।

 তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে এ অঞ্চলের মানুষের উন্নয়নের কথা চিন্তা করে এখানে পর্যায়ক্রমে সকল বিষয়ে কার্যকরী ভূমিকা গ্রহন করছে তা অতীতে কোন সরকারই করেনি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের হাতকে আরো শক্তিশালী করতে হবে।

কাপ্তাইয়ের কে আর সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত  আলোসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোছাব্বেরুল ইসলাম। বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকৌ. থোয়াই চিং মং মারমা, কে আর সির মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব মারমা, কাপ্তাই সিবিএ সভাপতি তৌহিদ আল মাহমুদ চৌধুরী, কে আর সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, কে আর সি প্রাথমিক শিক্ষার প্রধান শিক্ষক কামরুল হক আজাদ প্রমূখ। আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীপংকর তালুকদার তার বক্তব্যে আরও বলেন, পার্বত্য এলাকার যে কোন সংকটময় মুহুর্তে আওয়ামীলীগ জনগনের পাশে ছিল এবং থাকবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন মিল কারখানা বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে বন্ধ করে দিলেও আওয়ামীলীগ তা আবারো চালু করার উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই এখানকার বন্ধ কল কারখানাগুলো তাদের উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবে। তিনি বলেন, বিএনপি-জামাত এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধংস করতে একের পর এক পেট্রোল বোমা নিক্ষেপ করে যে ধংসাত্মক কাজ চালিয়েছিল তা জনগন রুখে দিয়েছে।

তিনি বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের পরে ও শিক্ষার্থীরা এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলকে আহবান জানান। এসময় স্কুলের বিভিন্ন সমস্যা সমাধান করার আশা¦স দেন তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত