খাগড়াছড়ি সরকারী কলেজ আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

Published: 07 Jun 2015   Sunday   

রোববার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেনীতে আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে মানববন্ধন কর্মসূচি  ও  জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজ মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার আহবায়ক কৃষ্টি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন, কলেজ শাখার সদস্য সচিব স্বাগতম চাকমা, সংহতি বক্তব্য রাখেন পিসিপি (এমএন লারমা) কলেজ শাখার সদস্য জুনান চাকমা প্রমুখ । সভা সঞ্চালনা করেন অরিন্দম কৃষ্ণ দে। মানববন্ধন শেষে  মিছিলটিসহকারে কলেজ গেইট হতে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে খাগড়াছড়ি  কলেজে মাঠে গিয়ে শেষ হয় । পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর ও খাগড়াছড়ি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি  দেয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি সরকারি কলেজ খাগড়াছড়িতে একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ। কিন্তু প্রতি বছর একাদশ শ্রেণীতে খুব কম সংখ্যক আসন হওয়ায় অনেক মেধাবী ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পায় না।  প্রতিবারের ন্যায় এবারও এস.এস.সি উত্তির্ণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে এক কঠিন যুদ্ধ শুরু হয়েছে। এ কলেজে ৯ টি উপজেলা থেকে ভর্তি হয়ে থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখানে একাদশ শ্রেণীর জন্য যে আসন সংখ্যা বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

বক্তারা খাগড়াছড়ি সরকারি কলেজে সকল বিভাগে আসন সংখ্যা বৃদ্ধি করে সকলের জন্য উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করার জন্য  সরকারের কাছে দাবী  জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত