রাঙামাটিতে সিআইপিডির উদ্যোগে ব্যাতিক্রম ধর্মী পরিবেশ দিবস পালন

Published: 05 Jun 2015   Friday   

স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ইনটেগ্রেটেড প্রোগ্রাম এ্যান্ড ডেভেলপমেন্ট(সিআইপিডি)-এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের কান্দেব ছড়ায় ব্যাতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বালুখালী ইউনিয়নের কান্দেব ছড়া গ্রামে দিবসটি উপলক্ষে সিআইপিডির ক্যাপাসিটি এনহেন্সম্যান্ট অফ ইনডিজিনাস ইয়ুথ অফ স্মল এথনিক গ্রুপস ইন সিএইচটি উদ্যোগে কান্দেব গ্রামের শ্মশান টিলায় বৃক্ষরোপণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা। এসময় স্থানীয় গ্রামবাসীরা ছাড়াও গণমাধ্যম কর্মী ও সিআইপিডির ক্যাপাসিটি এনহেন্সম্যান্ট অফ ইনডিজিনাস ইয়ুথ অফ স্মল এথনিক গ্রুপস ইন সিএইচটি সদস্যরা উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন। পরে স্থানীয় গ্রামবাসীদের সাথে পরিবেশ দিবস সম্পর্কে মত বিনিময় সভা করা হয়। মত বিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্যে দেন সিআইপিডির নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা,  বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, সিআইপিডির সদস্য যশেশ্বর চাকমা বিল্টু, সাংবাদিক হরি কিশোর চাকমা ও ক্যাপাসিটি এনহেন্সম্যান্ট অফ ইনডিজিনাস ইয়ুথ অফ স্মল এথনিক গ্রুপস ইন সিএইচটি সদস্য উসাচিং মারমা, গ্রামবাসী অমল বিহারী চাকমা, অরুন কান্তি চাকমা ও প্রভাতী চাকমা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দিন দিন গাছ শূন্য হচ্ছে। ব্যবসায়িক দৃষ্টি ভঙ্গির কারণে যত্রতত্র বন উজাড় করা হচ্ছে। এর কারণে ঝর্ণা, ছড়া শুকিয়ে যাচ্ছে। পানযোগ্য পানির সংকট দেখা দিয়েছে। রোদের তীব্রতা বাড়ছে। বৃষ্টিপাত কমে হচ্ছে। এতে কৃষি খরচ বাড়ছে, উৎপাদন কমছে। তাই এসব থেকে রক্ষা পেতে হলে বনকে রক্ষা করতে হবে। রোপনকৃত চারা রক্ষণা বেক্ষণ, খালি জায়গায় গাছের চারা রোপন এবং গ্রামের বড় বড় গাছ না কাটার পরামর্শ দেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত