রাঙামাটিতে জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন, পাশের হার ৭০ শতাংশ

Published: 30 May 2015   Saturday   

এবছর রাঙামাটি জেলায় এসএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক। এ জেলায় পাশের শতকরা ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন।  গেল বছর এ জেলায় পাশের হার ছিল শতকরা ৮২ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৩২ জন শিক্ষার্থী।

জানা গেছে , এ বছর এস.এস.সি পরীক্ষায় জেলার মোট ৭৬ টি বিদ্যালয় হতে ৫ হাজার ৮৩৬ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪ হাজার ১৩৮জন। এ বছর এ জেলায় ১১৩ জন পরীক্ষার্থী জিপিএি-৫ পেয়েছে।  বিদ্যালয়ের মধ্যে লেকার্স পাবলিত স্কুল এন্ড কলেজে জিপিএ-৫  পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। 
--হিলবি২ি৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত