পার্বত্যাঞ্চলের সেরা বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

Published: 30 May 2015   Saturday   
no

no

এবারের এসএসসি পরীক্ষা ফলাফলে তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পরীক্ষার পাসের হার শতভাগ। এবার এসএসসি’তে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ মিলে জিপিএ-৫ পেয়েছে ২৪জন শিক্ষার্থী।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক মো: ইয়াকুব জানান, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬৫জন। তার মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮জন ও ব্যবসা শিক্ষা বিভাগে ২৭জন শিক্ষার্থী। এই পরীক্ষার্থীরা সবাই ভালো ফলাফল করেছে। পাসের হারের দিক থেকে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রথম স্থান অধিকার করেছে বলে তিনি জানান। এ প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২১জন, এ পেয়েছে ১৬জন, এ মাইনাস পেয়েছে একজন। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩জন, এ পেয়েছে ২১জন, এ মাইনাস পেয়েছে তিনজন।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজর দিলীপ কুমার রায় বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিশ্রম ও মনোযোগের সাফল্য হলো এই ভালো ফলাফলের। ভালো ফলাফলের জন্য দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে গাইড দেওয়া হয়। প্রতিষ্ঠানের পর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান সুনাম অর্জন করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত