পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকায় আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে-প্রধানমন্ত্রী

Published: 30 May 2015   Saturday   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে পর্যায়ক্রমে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ওইসব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে পার্বত্য এলাকার শিক্ষার্থীদের মানসম্মত ও উচ্চশিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করে দেয়া হবে।

শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক ও শিক্ষার্থীরা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন আহমেদসহ প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রী  বলেন, রাঙামাটিসহ অপর দু’পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানের অনেক এলাকা ঘুরেছেন। এ অঞ্চলে অনেক দুর্গম এলাকা  রয়েছে যেখানে যাতায়াত-যোগাযোগ অত্যন্ত কষ্টসাধ্য। তার নেতৃত্বাধীন সরকার পার্বত্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনেক রাস্তা, ব্রিজ নির্মাণ করেছে।

তিনি বলেন, এসব দুর্গম এলাকা থেকে  স্কুলের ছেলে-মেয়েরা প্রতিদিন হেঁটে গিয়ে স্কুলে যাওয়া খুব কঠিন। তাই পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে পর্যায়ক্রমে আবাসিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছে তার সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি অবিলম্বে রাঙামাটি সরকারি কলেজ ভবন পুন:নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

--হিলবিডিবি২ি৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত