বরকলে পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

Published: 28 May 2015   Thursday   

বিশ্ব পরিবেশ দিবসকে সামনেরেখে বৃহস্পতিবার বরকলে  বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা  কনফারেন্স কক্ষে বরকল উপজেলা পরিষদের উদ্যোগে ও ইউএনডিপি সিএইচটিডিএফের অর্থায়নে আগামী ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, ইউএনডিপির উপজেলা ফ্যাসিলেটর মংকিউচিং মারমা। প্রতিযোগিতায় বরকল মডেল উচ্চ বিদ্যালয়,বিলছড়া উচ্চ বিদ্যালয় ও সুবলং উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

 

এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত