পানছড়িতে প্রধান শিক্ষকদের তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন

Published: 21 May 2015   Thursday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তিন দিন ব্যাপি একাডেমিক সুপারভিশন প্রশিক্ষণ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

 

খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থার জাবারাং কল্যাণ সমিতির অর্থায়নে পানছড়ি উপজেলা অফিসার ক্লাবে গত ১৯ মে তিন দিনের এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষনে উপজেলার ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন জাবারাং কল্যাণ সমিতির টেকনিকেল অফিসার অনিল চাকমা, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু তোয়াব মাহমুদ মজুমদার।

 

প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রধান শিক্ষক মোঃ আবছার বলেন, প্রশিক্ষণে একাডেমিক সুপারভিশন সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় শেখানোর ফলে লাভবান হয়েছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত