শিক্ষানুরাগী কুমিন্দ্র ত্রিপুরা দানকৃত ভূমিতে গুইমারায় কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

Published: 15 May 2015   Friday   

জেলার নবগঠিত গুইমারা উপজেলা সদরে নতুন একটি উচ্চ মাধ্যমিক কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। শুধু তাই নয়, নতুন শিক্ষা বছরেই এসএসসি পাশ করা ছাত্র-ছাত্রীরা ‘গুইমারা কলেজ’ নামের এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।

 

শুক্রবার গুইমারা রিজিয়ন সদর দপ্তরে ‘গুইমারা কলেজ’ প্রতিষ্ঠার লক্ষ্যে গুইমারা রিজিয়নের আওতাধীন উপজেলা সমুহের জনপ্রতিনিধি, পদস্থ সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দিনব্যাপী আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে গুইমারা কলেজ প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর নীতিগত সিদ্ধান্ত  গ্রহণ করা হয়।

 

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর নাজমুস সাকিব, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু, রামগড় উপজেলা চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমাসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমাসহ নির্বাচিত জনপতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গুইমারার ধনাঢ্য ব্যক্তি শিক্ষানুরাগী কুমিন্দ্র কুমার ত্রিপুরা‘র দান করা তিন একর আশি শতক ভুমির উপর প্রতিষ্ঠিত হবে গুইমারা কলেজ।

 

গুইমারা কলেজ বাস্তবায়নের লক্ষে সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রাব্বি আহসানকে সভাপতি করে গঠন করা হয়েছে গুইমারা কলেজ পরিচালনা কমিটি। কমিটিতে রিজিয়নের আওতাধীন রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান, ও উপজেলা নির্বাহী অফিসারদের সদস্য সদস্য করা হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে রিজিয়নের বিএম মেজর নাজমুস সাকি, জমি দাতা কুমিন্দ্র কুমার ত্রিপুরা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলমকে।

 

শুধুমাত্র গুইমারা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেই দায়িত্ব শেষ করেননি সভায় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি নিজের বেতন থেকে কলেজের তহবিলে পঁচিশ হাজার টাকা অনুদান প্রদান করেন। পরে কলেজ প্রতিষ্ঠার লক্ষে শিক্ষানুরাগী কুমিন্দ্র কুমার ত্রিপুরা‘র দান করা তিন একর আশি শতক ভুমির দানপত্র দলিল আনুষ্ঠানিকভাবে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি‘র হাতে তুলে দেন।

 

গুইমারা রিজিয়ন কমান্ডার সাংবাদিকদের জানান, তিনি যখন স্বেচ্ছায় এখানকার পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে মুল্যবান জমি দান করছেন। গুইমারা কলেজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কুমিন্দ্র কুমার ত্রিপুরা‘র মতো এগিয়ে এসেছেন আরো অনেকেই। যাদের মধ্যে গুইমারা রিজিয়নের আওতাধীন চার উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি রয়েছেন পদস্থ সরকারী কর্মকর্তারাও।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত