রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একাধিক একাডেমিক ভবন নির্মাণের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

Published: 12 May 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একাধিক একাডেমিক ভবন দ্রুত নির্মাণের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা।

 

কলেজের শহীদ মিনার চত্বরে পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমা। বক্তব্যে  রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক বাচ্চু চাকমা ও কলেজ শাখার সাধারন সম্পাদক সম্রাটসূর চাকমা। সমাবেশ কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাঙামাটি সরকারী কলেজে ফাটল ধরেছে। প্রতিনিয়ত পলেষ্টারা ধ্বসে পড়ছে। এতে শিক্ষার্থীরা আহত হচ্ছে। যেকোন মহুর্তে এটি ধ্বসে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পড়তে পারে।  সরকারের কাছে বার বার দাবী করার সত্ব্ওে তার কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত