রাঙামাটিতে আস্থা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে দাতা সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

Published: 22 Jan 2025   Wednesday   

রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এর বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন দাতা সংস্থা সুইজারল্যান্ড ও  রুপান্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এসময় প্রতিনিধি দলটি  আস্থা প্রকল্পের গঠিত নাগরিক প্লাটফর্ম এর সক্রিয় সভায় অংশ গ্রহন ও বিলাইছড়িতে আস্থা প্রকল্প পরিদর্শন করেছেন। 

বুধবার বাংলাদেশের নিযুক্ত দূতাবাসে নিযুক্ত সুইজারল্যান্ডের ডেপুটি হেড এম্বেসি কো- অপারেশন কোরিন আলেকজান্দ্রা থেভোজ এর নেতৃত্বে প্রতিনিধি দলটি  বিলাইছড়ি আস্থা প্রকল্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি এসময় প্রকল্পের ইয়ুথ গ্রুপ কর্তৃক ধুপ্যাচর গ্রামে আয়োজিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন এ অংশ নেন। ক্যাম্পেইন এ নাগরিক প্লাটফর্মের জেলা সদস্য সাংবাদিক  সুজন কুমার তঞ্চঙ্গ্যা`র সভাপতিত্বে বক্তব্যে দেন রুপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এসইউএস নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, ডেমোক্রেসি ওয়াচ নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কিরন, আশিকা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রুপান্তর এর মনিটরিং এন্ড নলেজ ম্যানেজম্যান কো- অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান (রাসেল) এবং ম্যাজিস্ট্রেট রুবাইয়া প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন গভর্ন্যান্স  এন্ড হিউম্যান রাইটস্ এর প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, ডেমোক্রেসিওয়াচ এর সানজিদা লিপি, টি ইউএস নির্বাহী পরিচালক রিপন চাকমা, গ্রাউস সংস্থা`র উন্নয়ন উপদেষ্টা  অংচানো মার্মা,আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী।

আলোচনার শুরুতেই সাংবাদিক হিমেল চাকমা চীনে নারী পাচার বিষয় নিয়ে সকলকে সচেতন ও পাচার রোধে একযোগে কাজ করার কথা তুলে ধরেন। পরে প্রতিনিধি দলটি কেরনছড়িতে নারী দলের সাথে  উঠান বেঠকে মিলিত হন। এসময় প্রকল্পের কাজ করতে গিয়ে নারী দলের সুবিধা-অসুবিধা ও বিভিন্ন মতামত প্রতিনিধি দলটি আগ্রহ সহকারে শুনেন। 

এদিকে, একই বিকালে আশিকা কনভেনশন হল রুমে প্রতিনিধি দলটি  জেলা নাগরিক প্লাটফর্ম এর সক্রিয় সভায় অংশ গ্রহন করেন।  এতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক নিরূপা দেওয়ান। এসময় পরিদর্শনে আসা প্রতিনিধি দলটি ছাড়াও জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্যরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এছাড়া এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারপরও জেলা নাগরিক প্লাটফর্ম  তার কাজ করে যাচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে গঠিত এ প্লাটফর্মটির কাজ করতে আরো সময় প্রয়োজন। তাই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা অবশ্যই জরুরী।  
উল্লেখ্য, সুইস এ্যাম্বেসি  বাংলাদেশের অর্থায়নে আস্থা প্রকল্প নামে রাঙামাটির দশ উপজেলায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস বাস্তবায়ন করছে।  ২০২৪ সালে ১৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন গঠিত হয়। এ কমিটির তিন মাস পরপর উপজেলা পর্যায়ে যুবাদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হল সরকারের লক্ষ্য মাত্রা অর্জনে এবং যুবা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখি কাজের সহযোগিতা করা। বিশেষ করে যুবাদের ক্ষমতায়ন বৃদ্ধি,কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতায় এগিয়ে নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি-শৃংখলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যুবা সমাজকে সম্পৃক্ত করা।   
--সম্পাদনা/সিআর/হিলবিডি.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত