কাপ্তাইয়ের আওয়ামীলীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেফতার

Published: 21 Jan 2025   Tuesday   

কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,সোমবার রাতে গোপণ সংবদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাড়ী থেকে অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকালে তাকে রাঙামাটি জেলা আদালতে তোলার পর বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা, ভাঙচুরের সম্পৃক্ত থাকার অভিযোগে কাপ্তাই থানায় মামলা দায়ের(মামলা নং ০১(১১)২৪) করেন শিক্ষার্থীদের অভিভাবক কামাল হোসেন। অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায়। তিনি দেশের রাজনৈতিক পদ পরির্বতনের পর পর আত্নগোপণে চলে যান। এছাড়া একই মামলায় মোঃ জুনায়েদ হোসেন (২৫) নামে আরো একজনকে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা, ভাঙচুরসহ অরাজকতার মামলার অভিযোগে অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাঙামাটি আদালতে সোর্পদের পর কারাগারে পাঠানো হয়েছে।

--সম্পাদনা/সিআর/হিলবিডি.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত