পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে অনুপ কুমার চাকমা

Published: 20 Jan 2025   Monday   

প্রায় পাচ মাস শুন্য থাকার পর অবশেষে সাবেক রাষ্ট্রদূত ও  মেজর জেনারেল(অবঃ) অনুপ কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান(সচিব পদ মর্যাদা) পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের এ তথ্যর জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬(২) ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি-কে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয় বলে প্রজ্ঞাপণে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রায় পাঁচ মাস পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদটি শুন্য থাকার পর মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমাকে নিয়োগ দিল সরকার। এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা দায়িত্ব পালন করেছিলেন।  ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পার্বত্য মন্ত্রনালয় বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ পাওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়ে যায়। নব নিযুক্ত উন্নয়ন বোর্ড চেয়ারম্যান  ও মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা মিয়ানমারের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

--সম্পাদনা/সিআর/হিলবিডি/

 



উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত