সাজেক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯২পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

Published: 29 Dec 2024   Sunday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯২ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর ক্যাথলিক রিলিফ সার্ভিসেস(সিআরিএস)  এর অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের  কারিগরি সহায়তায়, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আশিকা) মানবিক সহায়তা প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়। 

বাঘা্সইছড়ির সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মানবিক সহায়তা বিতরণের উব্দোধক ও প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান  চেয়াম্যান অতুলাল চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন  শিক্ষিকা রূপালী চাকমা এবং ইউপি সদস্য  বিব্র কান্তি চাকমা। স্বাগত বক্তব্যে দেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর  অর্জন চাকমা। 

এসময়  অর্জন চাকমা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরণের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি গ্রহণের উপর জোর দেন।  তিনি বিতরণ কার্যক্রম সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন  করা এলকাবাসীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি  প্রকল্পের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 

প্রধান অতিথির বক্তব্যে সাজেক ইউপি চেয়াম্যান  অতুলাল চাকমা বলেন,  ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনঃসংস্থাপনের জন্য সকলের সহযোগিতার আশ্বাস প্রদানের পাশাপািশি তাদের বক্তব্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের গুরুত্ব ও সহযোগিতার আহ্বান জানান। 

উল্লেখ্য, মানবিক সহায়তা প্রকল্পের আওতায় বন্যা ক্ষতিগ্রস্ত  সাজেক ইউনিয়নের ১৯২টি পরিবারকে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

--সম্পাদনা/সিআর/হিলবিডি.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত