রাঙামাটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারের মাঝে ২৮ ডিসেম্বর মানবিক সহায়তা দেওয়া হয়েছে। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস) এর অর্থায়নে, কারিতাস বাংলাদেশের কারিগরি সহায়তায়, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস(আশিকা) এ বাস্তবায়নে মানবিক সহায়তা প্রদান প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়।
বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান কংকন চাকমা। বক্তব্যে দেন বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার জান্নাতুল নূর ও ইউপি মেম্বার মোঃ বদিউল আলম। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর অর্জন চাকমা।
স্বাগত বক্তব্য প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর অর্জন চাকমা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বন্যায় সার্বিক ক্ষতি হ্রাস করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
মানবিক সহায়তা প্রদান প্রকল্পের আওতায় বাঘাইছড়ি ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্ত মোট ২০৩টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে মানবিক সহায়তা অনুদান হিসেবে ছয় হাজার টাকার নগদ অর্থ প্রদান করা হয়।
--সম্পাদনা/সিআর/হিলবিডি