খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার ৭ম কাউন্সিল অনুষ্ঠিত।

Published: 20 Dec 2024   Friday   


`বৈষম্যহীন সমাজ বির্নিমাণ হোক, আমাদের অঙ্গিকার` শ্লোগানে এই শ্লোগানে মারমাদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আলোচনা সভা ৭ম কাউন্সিল অনুষ্ঠিত।

 

শুক্রবার খাগড়াছড়ি টাউন হলে দিনব্যাপী অনুষ্ঠানে শুরুতেই সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়। পরে ত্রিপিটক পাঠ ও সংগঠনের নিহতদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ম্রাসাথোয়াই মারমা।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলার শাখার সভাপতি কংচাইরী মাষ্টার, সাধারণ সম্পাদক   কংজপ্রæ মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।
বক্তারা বলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মূলত শিক্ষা- শান্তি- ঐক্য- প্রগতি নিয়ে মারমা নারীদের আত্মকর্মসংস্থান, বেকারত্ব দুরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য সচেতন ও অন্যান্য সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার  জন্য কাজ করে। অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে মংখই মারমাকে সভাপতি, থোয়াইউ মারমাকে সাধারণ সস্পাদক ও  রেমাদো মারমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ জন সদস্য নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত