খাগড়াছড়ি’তে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

Published: 28 Apr 2015   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

 

জেলা লিগ্যাল এইড কমিটি  আয়োজনে ”সরকারি আইনি সহায়তা পাওয়ার-উন্মুক্ত হলো দ্বার-বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার” শ্লোগানে জর্জ কোর্ট প্রাঙ্গনে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করে  খাগড়াছড়ি জেলা জর্জ ইনামূল হক ভূইয়া।

 

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড মোঃ আবুল মনসুর সিদ্দিকি উপস্থাপনায় খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটি’র আয়োজনে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা জর্জ মোঃ আব্দুলা-আল-মামুন, পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম, জেলা সিভিল সার্জন নিশীত রঞ্জন মজুমদার,জেলা পরিষদের সদস্য নিগার সুলতানা, খাগড়াছড়ি বার এসোশিয়েশনের আহবায়ক এ্যাডভোকেট আশুতোষ চাকমা প্রমূখরা বক্তব্য রাখেন ।

 

আলোচনা শেষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা খাগড়াছড়ি জেলা কমিটি’র আয়োজনে সেরা প্যানেল আইনজীবী এ্যাডভোকেট অনুপম চাকমাকে সন্মাননা স্মারক প্রদান ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজনে ”ফ্রি ব্লাড গ্র“পিং ক্যাম্পও খোলা হয় ।

 

এর আগে কোর্ট প্রাঙ্গন থেকে র‌্যালী শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে আবার কোর্ট প্রাঙ্গনে গিয়ে শেষ হয় । এ সময় সরকারী-বেসরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মহিলা সংগঠনের নেতৃবৃন্দরাসহ গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত