খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক

Published: 07 Oct 2024   Monday   

 

 

খাগড়াছড়ি জেলা সদরের সহিংসতা ঘটনার সময় মহাজনপাড়া, পানখাইয়া পাড়া সড়ক এলাকার দোকানপাট ভাংচুর ও লুটপাট ঘটনার মামলায়  ৫জনকে আটক করা হয়েছে।

 

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে আটক আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। আটকরা হলেন, লুৎফর রহমান (৪৫), মো. নূর মোহাম্মদ, মো. ইসমাইল হোসেন, শাহাজাদায়ে ইমরান চৌধুরী (৩৪) এবং মো. কামরুল (৩৫)। গতকাল রবিবার খাগড়াছড়ি সদর থানায় কল্যাণী চাকমা এক পাহাড়ী নারী বাদি হয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তৌফিকুল আলম বলেন, মামলায় ৮ জনের নাম উল্লেখ পূর্বক আরো ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলার পর পর গত রাতে আসামীদের সদরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

উল্লেখ্য: গত ১ অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা কেন্দ্র করে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা ঘটে। শহরের মহাজন পাড়া, পানখাইয়া পাড়া সড়কে দোকানপাট ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। ঘটনার ষষ্ঠ দিনে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই ঘটনা কেন্দ্র করে হত্যা,ধর্ষণ এবং পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত