খাগড়াছড়িতে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থদেরসহ নারী ও কিশোরীদের মাতৃ ও বয়:স্বন্ধ্যিকালীন স্বাস্থ্য চিকিৎসা ও ওষুধ বিতরণ

Published: 06 Oct 2024   Sunday   

 

 

খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে বিগত বন্যা ক্ষতিগ্রস্থদেরসহ গর্ভবতী মা ও কিশোরীদের চিকিৎসা সহায়তা দিয়েছে `গ্রীনহিল` নামক একটি প্রতিষ্ঠান। ইউকে এইড এর অর্থায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এতে সহযোগিতা করছে। রবিবার (৬ অক্টোবর)  দিনব্যাপী ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো: ছাবের। 

 
রোগীদের চিকিৎসা দিয়েছেন মেডিকেল অফিসার ডা. উনুচিং মারমা ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারীরা। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ষাট বছর বয়সী স্নেহবালা চাকমা বলেন আমাদের বাড়ী শহর থেকে বহুদুরে মন চাইলে শহরে গিয়ে চিকিৎসা নেয় সম্ভব না, এই দুর্গম নিজ এলাকায় চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
 
অন্যদিকে বেতছড়ি ভিতর পাড়ার নিবাসী কমল জয় চাকমা বলেন তিনি বেশ কয়েকদিন ধরে অসুখে ভুগছেন, দুর্গম ও টাকা অভাবে তিনি শহরে গিয়ে চিকিৎসা করতে পারেননি। আজ পাশের গ্রামের এই চিকিৎসা ও বিনা মূল্য ঔষুধ পেয়ে খুশী এই জন্য তিনি আয়োজকারীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তবে এলাকাবাসীরা মাঝে মাঝে যে দুর্গম এলাকায় সরকারী ভাবে এই ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় সেই দাবী জানান।
 
গ্রীনহিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা জানান, একটু দেরী হলেও বিগত বন্যা ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক  রোগীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও  গর্ভবতী মা ও কিশোরীরা বিশেষ চিকিৎসা প্রদান করা হয়। 
 
 
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই


 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত