৭২ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত বন্ধ

Published: 22 Sep 2024   Sunday   

 

 

 

৭২ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচির আজ দ্বিতীয়দিন চলছে। এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দ্বিতীয় দিনের মতো সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আন্ত: জেলা ও আভ্যন্তরীন সড়কে গাড়ি চলছেনা। কেবল শহর ও শহরতলীতে হালকা যান চলাচল করতে দেখা যাচ্ছে।

এদিকে দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ কেন্দ্র সাজেকে কয়েকশ পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। তবে আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা কেউই নিশ্চিত করতে না পারলেও প্রায় ১৪শ পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে।
এছাড়া খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংস ঘটনা এবং সড়ক অবরোধ কর্মসূচির কারণে জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কার্যত বন্ধ রয়েছে। স্কুল-কলেজে যাচ্ছেনা শিক্ষার্থীরা।

এদিকে অবরোধের কারনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধের ডাক দেয়া হয়। আঞ্চলিক সংগঠন  ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

---হিলিবিডি/সম্পদনা/এ,ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত