খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন

Published: 27 Sep 2024   Friday   

 

 

খাগড়াছড়িতে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংস ঘটনায় নিহত ধনঞ্জয় চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমার স্বরনে মোমবাতি প্রজ্জলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ী ছাত্র এর ব্যানারে  শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের আপার পেরাছড়া এলাকায়  নিউজিল্যান্ড সড়কে এ মোমবাতি প্রজ্জলন করা হয়।

মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে নিউজিল্যান্ড সড়কের দুই পাশের্^ আপার পেরাছড়া, নিউজিল্যান্ড ও নোয়াপাড়া এলাকায় কয়েকশ মানুষ অংশ গ্রহন করে।  

এ সময় সংকিপ্ত  বক্তব্য রাখেন কমলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য রুপেন চাকমা, ছাত্র প্রতিনিধি কৃপায়ন চাকমা, উক্যনু মারমা ও অন্তর চাকমা।  তারা বলেন বিগত সাম্প্রদায়িক  সহিংস ঘটনায় খাগড়াছড়িতে জুনান চাকমা, ধনঞ্জয় চাকমা, রুবেল ত্রিপুরা ও রাঙ্গামাটিতে অনিক চাকমা নিহত হন। যারা তাদের হত্যা করেছে তারা তাদের আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মুলক শান্তি দাবী জানান। এ সময় বক্তারা বলেন  এ ধরনের জাতিগত সংঘাত চান না। তারা পাহাড়ের শান্তি চান, তারা কোন আলাদা রাষ্ট্র চান না। তারা চান সাংবিধানিক স্বীকৃতি।  যারা পাহাড়ী বা আদিবাসীরা আলাদা রাষ্ট্র চায় বলে প্রভাগান্ডা ছড়ায় তাদের নিশ্চয় কোন খারাপ উদ্দেশ্য আছে। তাদের এধরনের প্রভাগান্ডা না ছড়ানো আহŸান জানান বক্তারা। উল্লেখ্য বিগত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামে এক যুবকদের পাহাড়ীরা পিঠিয়ে হত্যার অভিযোগ তুলে দীঘিনালা এক বিক্ষোভ মিছিল থেকে সাম্প্রদায়িক সহিংসতা সৃিষ্ট হয়, সেই সহিংসতা রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়ে। সেই ঘটনা ধনঞ্জয় চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা নিহত হন।

---হিলবিডি/সম্পদনা/এ,ই

 



 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত