কল্পনা চাকমা অপহরণ মামলা আদালতে পুর্নবিবেচনা গ্রহন, শুনানী ১৭ নভেম্বর

Published: 08 Jul 2024   Monday   

হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণের খারিজ করে দেওয়া মামলার রিভিশন বা পূর্নবিবেচনার জন্য আদালত সোমবার রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে। এতে আদালত তা গ্রহন করে আগামী ১৭ নভেম্বর শুনানীর দিন ধার্য্য করেছেন।

বাদী পক্ষে সিনিয়র আইনজীবি জুয়েল দেওয়ান জানান, বাদী কালেন্দী কুমার চাকমা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের খারিজ করে দেওয়া মামলায় সংক্ষুদ্ধ হয়ে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে সোমবার রিভিশন বা পুর্নবিবেচনার জন্য আবেদন করেছেন। আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সহিদুল ইসলাম মামলাটি গ্রহন করে আগামী ১৭নভেম্বর শুনানীর দিন ধার্য্য করেছেন। বিজ্ঞ আদালত এ মামলা পূর্বের নথি তলবসহ নিম্ন আদালতে মামলাটি কোথায় ভুল ত্রæটি ছিল সেগুলো পুনরায় বিশ্লেষন করবেন।

উল্লেখ্য, গেল ২৩ এপ্রিল রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের (১ম আদালত) সিনিয়র ম্যাজিষ্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন। ১৯৯৬ সালের ১১ জুন মধ্য রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা বাড়ী থেকে কল্পনা চাকমাকে অপহৃত হন। পরদিন বাঘাইছড়ি থানায় তার বড় ভাই কালেন্দী কুমার চাকমা বাদী হয়ে অপহরনের মামলা দায়ের করেন। পরে মামলাটি রাঙামাটি ককনিজেশন ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়। মামলায় পুলিশ ছাড়াও অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে রাঙামাটি পুলিশ সুপারকে অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেন। এতে তদন্তের ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে তৎকালীন পুলিশ সুপার সৈয়দ তারিকুল ইসলাম তদন্ত করে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর আদালতে তদন্তের চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এ তদন্ত প্রতিবেদনে অপহরণের সাথে জড়িতদের প্রকৃত দোষীদের নাম না আসায় বাদী তা প্রত্যাখান করে ফের নারাজির আবেদন জানিয়ে মামলার অধিকতর তদন্তের দাবী জানানো হয় বিজ্ঞ আদালতে। দীর্ঘ আট বছর মামলার শুনানীর পর গেল ২৩ এপ্রিল রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের (১ম আদালত) সিনিয়র ম্যাজিষ্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত