বড়থলি ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় ৪ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

Published: 03 Jun 2024   Monday   

রাঙামাটির বিলাছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার ওয়াইভার ত্রিপুরাসহ চার আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের রিজার্ভ বাজারের একটি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃরা হলেন, বড়থিল ইউপি ৪নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াইভার ত্রিপুরা(৫০), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাধুচন্দ্র ত্রিপুরা(৫৩), বিলাইছড়ি উপজেলা আওয়আমীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সত্যচন্দ্র ত্রিপুরা (৫৯) ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সুজন ত্রিপুরা(৫৭)।

জানা গেছে,  গেল ২১ মে বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আতোমং মারমা  তার নিজ বড়থলি ইউনিয়নে নির্বাচনী পর্যবেক্ষন শেষে মারমা পাড়ায় তার এক আত্বীয়ের বাড়ীর উঠানে বিশ্রাম নিচ্ছিলেন।  এসময়   দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুরুত্বর আহত হন। পরে  তাকে আহত অবস্হায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর পর তাকে নিবীড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে তিনি গেল ৩০ মে চিকিৎসাধীন অবস্হায় মারা যান। আতোমং মারমার বড় ভাই ক্যসিমং মারমা গেল ৩১ মে বিলাইছড়ি থানায়  ৮ জনের নাম উল্লেখসহ আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে  হত্যা মামলা দাযের করেন।

এদিকে, পুলিশ জানায় গোপণ সংবাদের ভিত্তিতে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো: শাহেদুল ইসলামের নেতৃত্বে  সোমাবার দিবাগত রাত দেড়টার দিকে শহেরর রিজার্ভ বাজারের একটি হোটেলে অভিযান চালানো হয়। এতে বড়থলি ইউপি চেয়ারম্যান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী চার জনকে গ্রেফতার করে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের সবাইয়ের বাড়ী বড়থিল ইউনিয়নে।

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো: জাহেদুল ইসলাম জানান, রাতে শহরের রিজার্ভ বাজারের একটি হোটেল থেকে আতোমং মারমা হত্যা মামলার চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরণ করা হবে। বাকী আসামীদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত