দুর্বৃত্তদের গুলিতে আহত বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা আর নেই

Published: 31 May 2024   Friday   

দুর্বৃত্তদের গুলিতে আহত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার  দূর্গম ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা মারা গেছেন। তিনি  বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়   মারা  যান।

উল্লেখ্য, গেল ২১ মে  দুর্বৃত্তদের গুলিতে নিজ ইউনিয়নের মারমা পাড়া এলাকায় তার এক চাচার বাসার উঠানে অবস্থান করছিলেন। এসময় একদল  দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  পরের দিন তাকে বান্দরবান সদর হাসপাতাল  ভর্তির পর ওদিনই  উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি প্রেরণ করা হয়।  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ নয় দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তংচংগ্যা মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,   চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আতোমং মারমা বৃহস্পতিবার রাত ১২টা ৪৮ মিনিটের দিকে মারা গেছেন। তার পায়ে, হাতে ও পাছায় গুলি লাগে। চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে দিতে পারলেও বাকী ২থেকে ৩টি গুলি শরীর থেকে বের করে দিতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত