বিলাইছড়িতে জেএসএস, কাপ্তাই ও রাজস্থলী আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

Published: 21 May 2024   Tuesday   

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাঙামাটির তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিলাইছড়ি উপজেলায় জেএসএস সমর্থিত প্রার্থী , কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গ্যা দোয়াত কলম প্রতীক নিয়ে ৬৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অভিলাষ তঞ্চঙ্গ্যা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮২৯ ভোট। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা মোট ৫৯০০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনা লাল তঞ্চঙ্গ্যা টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩০৯ ভোট।  নারী ভাইস চেয়ারম্যান পদে সুদীপ্তা তঞ্চঙ্গ্যা মোট  ৬২৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উৎপলা চাকমা পেয়েছেন ৫২০৪ ভোট।

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন পেয়েছেন ৭ হাজার ৩৬২। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আনারস প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে অপর চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল পেয়েছেন ৬ হাজার ৪৭ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুইপ্রæ মারমা ৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবদুল হাই খোকন পেয়েছেন ৮ হাজার ২৮৭ ভোট ও অপর প্রার্থী মো. কামাল উদ্দিন পেয়েছেন ৩ হাজার ২৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি হোসেন ১০ হাজার ৩৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফারহানা আহমেদ পপি পেয়েছেন ৯ হাজার ২৪৮ ভোট।
রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে উবাচ মারমা পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন রানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮ ভোট। রাজস্থলী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত