৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে রাঙামাটির চার উপজেলায় চেয়ারম্যান পদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) দুজন ও আওয়ামীলীগের দুজন প্রার্থী বেসরকারীভাবে জয়ী হয়েছে।
জানা গেছে, রাঙামাটি সদর উপজেলা নির্বাচনে জেএসএস সমর্থিত অন্নসাধন চাকমা তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী বিপ্লব চাকমাকে ৪হাজার ৮৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এতে অন্নসাধন চাকমা প্রাপ্ত ভোট ছিল ১৪ হাজার ৮৮৫ ভোট ও বিপ্লব চাকমা প্রাপ্ত ভোটের সংখ্যা ১০হাজার ২৯ ভোট। এছাড়া চেয়াম্যান পদে আওয়ামীলীগ নেতা পঞ্চানন ভট্টাচার্য্য পেয়েছেন ১২৪৪ ভোট, অপর নেতা শাহজাহান পেয়েছেন ৪২০৭ ভোট ও সুফিয়া কামাল জেমি পেয়েছেন ৪৫৭ ভোট। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পলাশ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিতা চাকমা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
বরকল উপজেলায় জেএসএস সমর্থিত প্রার্থী বিধান চাকমা, একই দলের সমর্থিত প্রার্থী পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জ্ঞানজ্যোতি চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সূচরিতা চাকমা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
কাউখালীতে আওয়ামীলীগ সমর্থিত মোঃ শামশুদ্দোহা চৌধুরী ১২হাজার ৬১০ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।এতে শামশুদ্দোহা চৌধুরীর প্রাপ্ত ভোট ২৩ হাজার ৬৯৩ ভোট ও তার প্রতিদ্বন্ধি প্রার্থী মংসুই চৌধুরীর প্রাপ্ত ভোট ১১হাজার ৫৭৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিংবাহউ মারমা বেসরকারীভাবে বিজয়ী হয়েছে। নিংবাহউ মারমার প্রাপ্ত ভোট ২১ হাজার ৮৩ ভোট ও এ্যানী চাকমা কৃপা ভোট পেয়েছে ১৩ হাজার ৫৬৮ ভোট।
জুরাছড়ি উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত জ্ঞানেন্দু বিকাশ চাকমা বিজয়ী হওয়ার পথে রয়েছে। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত প্রার্থী কামিনী রঞ্জন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত প্রার্থী অনিতা দেবী চাকমা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.