বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১

Published: 27 Mar 2024   Wednesday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সদরে অগ্নিকান্ডে ৬টি বসত বাড়ি পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে পুলিশের এক কনষ্টেল আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার ৬টার দিকে বিলাইছড়ি উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে একটি টিন সেটের বসত ঘরের বিদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুনের লেলিহান শিখা মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে একটি সেমি পাকা ঘরসহ ৬টি টিন সেটের বাড়ি সম্পূর্ন পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুন নেভাতে গিয়ে মোঃ সাইফুল নামের পুলিশের এক কনষ্টেবল আহত হয়েছেন। তাকে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আক্তার হোসেন জানান, ধারনা করা হচ্ছে বিদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে বিলাইছড়িতে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন নেভাতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
--হিলবিডি২৪/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত