রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা

Published: 25 Mar 2024   Monday   

রাঙামাটি জেলায় নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন পেয়েছেন ডাঃ নূয়েন খীসা। গেল রোববার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব মঞ্জুরুল হাফিজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে তাকে রাঙামাটি জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।

জারীকৃত প্রজ্ঞাপণে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২জন কর্মকর্তাকে পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে বর্তমানে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূয়েন খীসাকে জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দীর পদায়ন হওয়ায় স্থলাভিষিক্ত হলেন ডাঃ নূয়েন খীসা। সিভিল সার্জন হিসেবে পদায়ন হওয়ায় ডাঃ নূয়েন খীসাকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন। তার সুদক্ষ পরিচালনায় রাঙামাটি জেলায় স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাবেন, জেলার স্বাস্থ্য সেবা উন্নয়নের পাশাপাশি প্রত্যান্ত এলাকায় স্বাস্থ্য সেবা বঞ্চিত প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা দৌড় গড়ায় পৌছে দেবেন বলে অনেকে আশা প্রকাশ করেছেন। ডাঃ নূয়েন খীসা একজন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক। তিনি একজন অমায়িক ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী হওয়ার সবাইয়ের কাছে প্রিয়ভাজন।

নব নিযুক্ত জেলা সিভিল ডাঃ নূয়েন খীসা বলেন, সিভিল সার্জন পদটি খুবই চ্যালেঞ্জিং। তবে এসব চ্যালেঞ্জিং এর মধ্য দিয়ে হলেও জেলার স্বাস্থ্য সেবা উন্নয়নেv লক্ষ্য কাজ করে যাবেন। তিনি সকল স্তরের সহযোগিতা ও আর্শীবাদ কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত