রাঙামাটিতে বন ভান্তের ১২তম পরিনির্বাণ বার্ষিকী পালন

Published: 30 Jan 2024   Tuesday   

বৌদ্ধ ধর্মীয় মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১২তম মহাপরিনির্বাণ(মহাপ্রয়ান) বার্ষিকী উপলক্ষে রাঙামাাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার উদযাপিত হয়েছে।


বনভান্তের ১২তম পরিনির্বাণ বার্ষিকী উপলক্ষে সকালে রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবির। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত ও পূনার্থী অংশ নেন।

 

অনুষ্ঠানে বুদ্ধ মূতি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, প্যাগোডা উদ্দেশ্য টাকা দান, সীবলী ভান্তে পূজা,উপগুপ্ত ভান্তে পূজা, বনভান্তে পূজাসহ নানাবিধ দান ও উসর্গ করা হয়। এছাড়া সকালের দিকে রাজ বন বিহারে বন ভান্তের পটিকাবদ্ধ(ধাতু) করে রাখা মরদেহে তাঁর শিষ্য, ভক্ত ও পুর্ণাথীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


প্রসঙ্গতঃ বনভান্তে ২০১২ সালের ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি(ধাতু) রাজ বনবিহারে ভক্ত ও পুর্ণাথীদের জন্য শ্রদ্ধার জানানোর জন্য বিনয় ও বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধভাবে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত