রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

Published: 27 Jan 2024   Saturday   

মামলার গতিশীলতা ও সমন্বয় আনতে শনিবার রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সন্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাব উদ্দিন, ট্যুরিষ্ট পুলিশ সুপার মহিউল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট ফাতেমা বেগম মুক্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজয় কুমার জোয়াদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর)মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিহির বরণ চাকমাসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, দশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, নিরাপদ খাদ্য, সমাজ সেবা, টেলিকম বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সম্মেলনে ডিজিটাল এভিডেন্স বিষয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মোঃ আবু হানিফ একটি তথ্যবহুল আলোচনা করেন এবং মাল্টিমিডিয়া স্লাইড প্রদর্শন করেন। পরে উপস্থিত সকলে একটি উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন। এতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অংশ গ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

সভায় রাঙামাটিতে ডিজিটাল এভিডেন্স, পর্নোগ্রাফারি আইন, প্রসেস জারী সংক্রান্ত, আলামত উপসস্থাপন ও ব্যবস্থপনা, পুলিশ রিপোট( চার্জশিট ও ফাইনাল রিপোট) নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন মামলা বিষয়ে পুলিশের ডকুমেন্টের ঘাটতিসহ বিভিন্ন মামলা বিষয়ে আলোচনা সভায় ওঠে আসে। এছাড়া সভায় মামলা সংক্রান্ত পুলিশকে আরো ট্রেনিং নিতে এবং চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠনের ব্যাপারে সচেষ্টা থাকার আহ্বান করা হয়।

 

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  প্রসেস জারী বিধি বিধান বর্ণনা করেন। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ কর্তৃক করণীয় সম্পর্কে এ সংক্রান্তে সংশ্লিষ্ট আইনের বিধান এবং আদালতের আদেশ মেনে চলার জন্য সকল থানার ওসি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

 

সমাপনী বক্তব্যে সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবাইকে যে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্মার্ট বিচারিক সেবা নিশ্চিত করার আহবান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত