মহালছড়িতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত

Published: 24 Jan 2024   Wednesday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুরছড়ি নামক গ্রামে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। তারা হলেন রবি কুমার চাকমা (৬৫) ও  শান্ত চাকমা ওরফে বিমল (৫২)। অপরজন রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নিখোজ রয়েছেন। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।  

 

জানা গেছে,খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি সড়কের দুরছড়ি নামক গ্রামে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা অর্তকিতে গুলি চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য  রবি কুমার চাকমা  ও  শান্ত চাকমা ওরফে বিমল  চাকমা নিহত হন। এসময়  রহিন্তু চাকমা ওরফে টিপন একজন নিখোজ রয়েছেন। খবর পেয়ে পুলিশ  লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে।

 

এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো এক বিবৃতিতে  খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা উক্ত  হামলাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে নিন্দা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ঠ্যাঙাড়েরা ইউপিডিএফ সদস্যদের ওপর গুলি চালালে এতে তিন জনের মধ্যে রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।  অপরজন রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন। বর্তমানে  ঠ্যাঙাড়েরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। 

 

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত