সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতা আর নেই, বিভিন্ন মহলের শোক

Published: 23 Jan 2024   Tuesday   

দৈনিক সমকালের খাগড়াছড়ি প্রতিনিধি ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের(কেইউজে) সভাপতি প্রদীপ চৌধুরীর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাঁশী মোহন চৌধুরী সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বৎসর।


জানা গেছে, দৈনিক সমকালের খাগড়াছড়ি প্রিতিনিধি ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর পিতা বাঁশী মোহন চৌধুরী দীর্ঘ দিন ধরে  বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ কন্যা, নাতি-নাতিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া গ্রামে পারিবারিক শশ্মানে বাঁশী মোহনের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 
প্রদীপ চৌধুরীর পিতা বাঁশী মোহন চৌধুরীর মৃত্যুতে খাগড়াছড়িতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। এক শোক বার্তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি গভীর শোক প্রকাশ করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

এছাড়া খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ বিভিন্ন মহল ও সংগঠন থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

 

এছাড়া খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে), টিভি জার্নালিস্ট এসোসিয়েশন খাগড়াছড়ি, মাটিরাঙা প্রেসক্লাব, দীঘিনালা প্রেসক্লাব, মহালছড়ি প্রেস ক্লাব, মানিকছড়ি প্রেস ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছে।  পাহাড়ের নিউজ পোর্টাল হিলবিডিটোয়েন্টি ফোর ডটকম পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।


--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত