ইউপিডিএফের চার নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

Published: 21 Jan 2024   Sunday   

খাগড়াছড়ি পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)  এর চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  রোববার রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত চার সংগঠন।

 

কুতুকছড়ি মধ্যমপাড়া ধর্ম ঘর মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন ইউপিডিএফ রাঙামাটি সদর উপজেলা সংগঠক বিবেক চাকমা।  পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের  জেলা শাখার সভাপতি রিমি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম  জেলা শাখার সাধারণ সম্পাদক থুইনুমং মারমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা ও পার্বত্য নারী সংঘের  জেলা কমিটির সহ সভাপতি পিংকি চাকমা।  সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাও উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি বিক্ষোভ মিছিলকুতুকছড়ি বাজার থেকে বের করে রাঙামাটি - খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিন করে পরে কুতুকছড়ি মধ্যমপাড়া ধর্ম ঘর মাঠ প্রাঙ্গনে  সমাবেশ  করা হয়।

 

সমাবেশে বক্তরা পানছড়িতে খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম-খুনের যদি বিচার হতো তাহলে এমন ঘটনা ঘটতো না। বিপুল,সুনীল, লিটন, রুহিনদের হত্যার ৪১ দিন পার হয়ে গেলেও তাদেরকে প্রশাসন এখনো গ্রেফতার করতে পারে নাই। যদি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার করেন বক্তারা। 

--প্রেস বিজ্ঞপ্তি

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত