দ্বাদশ জাতীয়সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার বিপুল ভোটের ব্যবধানে পঞ্চম বারের মতো বিজয়ী হওয়ায় সোমবার জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দশ উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীরা নব নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য অংসুশাইন চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এসময় দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিবাসী তার প্রতি গভীর ভালোবাসা রয়েছে বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এজন্য তিনি রাঙামাটিতে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। এ বিজয়ের মধ্য দিয়ে রাঙামাটিবাসীকে সাথে নিয়ে তার পাহাড়ে যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে তা সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবেন।
এদিকে, সোমবার জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পোষ্টাল ভোটসহ চুড়ান্ত ফলাফল ঘোষনা করেছেন। এতে পোষ্টাল ভোট মোট ১৩২টি পড়লেও একটি বাতিল হয়ে যায়। ২১৩টি কেন্দ্র ও পোষ্টাল ভোট নিয়ে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার সর্বোচ্চ ২লাখ ৭১হাজার ৫০৪ ভোট পাওয়ায় তাকে বেসরকারীভাবে বিজয়ী হিসেবে ঘোষনা করেন। ২১৩টি কেন্দ্র ও পোষ্টাল ভোটসহ সর্বমোট বৈধ ভোট পড়েছে ২লাখ ৭৯ হাজার ১৬২ ভোট। যা ভোট কাষ্টিং হয়েছিল শতকরা ৫৯ দশমিক ৬৪ শতাংশ।
জেলা প্রশাসন কার্যালয়ের সন্মেলন কক্ষে চুড়ান্ত ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) নাসরিন সুলতানা, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনির হোসেন প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.