২৮ডিসেম্বর(মঙ্গলবার) রাঙামাটির লংগদু উপজেলায় আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা। জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দ্যেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। সভা শেষে লংগদু উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট একটি ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। গঠিত এ ইয়ুথ গ্রুপের সদস্যরা নিজ নিজ ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাবেন।
সভায় রবীন চন্দ্র চাকমা তার বক্তব্যে বলেন, আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো বাংলাদেশ সরকারের ২০১৭ সালের যুব নীতির আলোকে যুবাদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম বলেন, পাহাড়ী-বাঙালী ভেদাভেদ ভূলে সমাজ ও দেশের স্বার্থে কাজ করতে হবে। এনজিওরা স্বচ্ছতার সাথে কাজ করলে লংগুদু উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। ইয়ুথ গ্রুপ সদস্য নির্বাচনে শুধু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উপর নির্ভর করলে চলবে না। প্রকল্প থেকে ইয়ুথগ্রæপ সদস্যদের নিতে হবে। কারণ ইয়ুথ গ্রুপ সদস্যদের বয়সের ব্যাপার রয়েছে। আস্থা প্রকল্পের বিষয়টি অত্যান্ত গভীর। সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সহনশীলতা, যুব ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ। এ সমস্ত বিষয় সমূহে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তাদের যথেষ্ট জ্ঞান রাখতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.