ভোট দেওয়া সবার সাংবিধানিক অধিকার-মোশারফ হোসেন খান

Published: 01 Jan 2024   Monday   

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার বিলাইছড়ি উপজেলায় জনপ্রতিনিধি, আইন-শুঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৌজা হেডম্যান, কার্বারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে  মতবিনিময় সভা করেছেন  জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন।
 
 
উপজেলা পরিষদ মিলনায়তনে  মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্ররশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। উপজেলার নির্বাহী অফিসার সিফাত উদ্দিন  এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর  আবু তৌহিদ বিপিএম( বার), বিলাই ছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা মনির হোসেন।  এছাড়া উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদ্বয় সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মার্মা ( রাসেল), বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, আতোমং মার্মা, হেডম্যান শান্তি বিজয় চাকমা, মেম্বার আনন্দ তঞ্চঙ্গ্যা এবং কার্বারী থুইপ্রু মার্মা ( আকাশ)।  পরে টিআর কর্মসূচির আওতায় ডিসি তাগলকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৩ টি নৌকার প্রতীকী বৈঠা তুলে দেন।  মতবিনিময় সভা শেষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণে তাদের সাথেও মতবিনিময় করেন। 
 
এসময় জেলা প্রশাসক  বলেন, ভোট দেওয়া সবার সাংবিধানিক অধিকার। জাতীয় সংসদ নির্বাচন প্রতি পাঁচ বছর পর পর হয় এটি সাংবিধানিক বাধ্যবাদকতা। আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হবে সুস্থ, নিরপেক্ষ ও স্বচ্ছ। একটা সুন্দর নির্বাচন তখনি আমরা বলতে পারবো, যখন এখানে ভোটারদের একটি স্বতস্পূর্ত উপস্থিতি থাকবে।  যেহেতু নির্বাচনটি সুস্থ হবে , স্বচ্ছ হবে এই ম্যাসেজটি আপনাদেরকে দিতে হবে। আপনারা যে যার প্রতিনিধিত্ব করেন তাদেরকে বলবেন তারা যেন আগামী ৭ তারিখে ভোটের দিন তারা যেন অবশ্যই ভোট দিতে আসেন।
 
 
 
তিনি আরো বলেন, একজন সচেতন নাগরিকের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আপনি রাস্ট্রের নাগরিক, আপনি রাস্ট্রের অনেক সুযোগ-সুবিধা ভোগ করেন। এবং ভোট দেওয়া একটা সম্মাণের বিষয়। এদেশের নাগরিক হিসেবে এদেশের সরকার প্রধানকে আপনি চয়েস করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেরা ভোট দিবেন, পরিবারের সদস্যদেরকেও ভোট প্রয়োগ করতে বলবেন, পাশাপাশি পাড়া, মৌজা, ওয়ার্ড, এবং ইউনিয়ন সকল এলাকার ভোটার যারা আছে তাদেরকে ভোট দেওয়ার জন্য আপনারা উৎসাহিত ও অনুপ্রানিত করবেন। সবাই যখন উৎসব মূখর পরিবেশে স্বতস্পূর্তভাবে ভোট দিতে আসবে তখনি বলতে পারবো যে, এই নির্বাচনটি উৎসব মূখর পরিবেশে স্বতস্পূর্তভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে।
 
 
আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব উল্লেখ করে  তিনি বলেন, এখানে ভোট দিতে কোন সমস্যা হবেনা, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। আর কেউ যদি ভোট দিতে বাধাঁ দেয় , প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে সে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলো । তাকে কিন্তু আমরা ছাড়বনা। তার বিরুদ্ধে মামলা হবে এবং যত আইনগত ব্যবস্থা আছে তার পদক্ষেপ আমরা নেব। 
 
 
  
প্রসঙ্গত,  উপজেলায়  ১৩টি কেন্দ্রের মধ্যে ৫৪ টি কক্ষে ১৭৫ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার দায়িত্বে থাকবেন। এর মধ্যে দূর্গম বড়থলী ইউনিয়নে ৩ টিতে হেলিসর্টি ব্যবহার হবে। উপজেলার  মোট ভোটার সংখ্যা ২৩,১১৭ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত