নতুন বছরে ভয়ভীতি-মুক্ত নিরাপদ পরিবেশ প্রত্যয়ে রাঙামাটিতে মোবাতি প্রজ্জ্বালন

Published: 31 Dec 2023   Sunday   

নতুন বছরে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ভয়ভীতি-মুক্ত নিরাপদ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও বর্ষ বিদায় উপলক্ষে মোমবাতি  জ্বালিয়ে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের এ কর্মসূচি পালিত হয়।


ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর উদ্যোগে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি, ভূয়ো আদাম, কতুকছড়ি, ঘিলাছড়িসহ বিভিন্ন এলাকায় মোমবাতি জ¦ালিয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় এলাকার শিশু-কিশোর,যুবক-যুবতী থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেয়। কর্মসূচিতে গেল ১১ ডিসেম্বর পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত বিপুল চাকমাসহ চারজনকেও মোমবাতি জালিয়ে স্মরণ করেন লোকজন। কর্মসূচি চলাকালে বক্তব্যে দেন হিল উইসেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি রিপনা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক তনুময় চাকমা, শ্রদ্ধাপূর্না চাকমা প্রমুখ।


অপরদিকে জেলার কাউখালী, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বিভিন্ন সড়কে দাঁড়িয়ে মোমবাতি জালিয়ে একই কর্মসূচি পালন করা হয়েছে। এতেও এলাকার শত শত লোকজন অংশ নেন।


এসব কর্মসূচিতে বক্তারা ইংরেজী পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছর যাতে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ভয়ভীতি-মুক্ত নিরাপদ পরিবেশ উঠে তার প্রত্যাশা ব্যক্ত তরে। বক্তারা পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাতের কারণে স্বজাতি ভাইয়দের হত্যা,অপহরণ ও নারীদের উপর নির্যাতন বন্ধের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত