আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের সহধর্মিনী নির্বাচনী প্রচার-প্রচারণায়

Published: 23 Dec 2023   Saturday   

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে তার সহধর্মীনি বিটা তালুকদার বাড়ী বাড়ী গিয়ে নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

 

প্রচার-প্রচারনার অংশ হিসেবে শনিবার রাঙামাটি শহরের পৌর এলাকার রসুলপুর, শান্তি নগর, শফি কলোনী গর্জনতলীসহ বিভিন্ন স্থানে বিটা তালুকদার তার স্বামীর পক্ষে নৌকায় ভোট দেওয়ার জন্য বাড়ী বাড়ী গিয়ে নারী ভোটারদের কাছ থেকে ভোট প্রাথর্না ও প্রচারপত্র বিতরণ করেন। এসময় তিনি ভোটারদের কাছে আওয়ামীলীগ সরকারের আমলে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ৭জানুয়ারী তার স্বামী দীপংকর তালুকদারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রার্থনা জানান।


প্রচার- প্রচারণাকালে এসময় তার সাথে অংশ নেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, আবু তৈয়ব, আশিষ কুমার চাকমা নব, তৈয়ব হোসেন মামুন, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মনসুর আহমেদ মান্না, পৌর ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, মহিলা ওয়ার্ড কাউন্সিলর জুবাইতুন নাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মানিক রতন নাথসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত