রাঙামাটিতে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Published: 23 Dec 2023   Saturday   

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাঙামাটিতে ভার্চুয়ালি জনসভায় বক্তব্য রেখেছেন আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শহরের শহীদ শুক্কর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় বক্তব্যে দেন রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর। এসময় সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহসভাপতি হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মো. মুছা মাতব্বর,আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য অভয় প্রকাশ চাকমা প্রমুখ। জনসভায় বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগের সমর্থক ও নেতাকর্মীরা যোগ দেন। এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃৃতিক অনুষ্ঠান পরিবশেন করা হয়।


জনসভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা মাতব্বর বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর দু বছর পাহাড়ের মানুষ শান্তিতে থাকলেও পরবর্তীতে রাঙামাটি ও বান্দরবানে আঞ্চলিক রাজনৈতিক দল চারটি থেকে বেড়ে ৬টি দলে পরিণত হয়ে অস্ত্রবাজী বেড়ে যায়। পাহাড়ে সেনাবাহিনী,বিজিবি, র‌্যাব ও পুলিশ এসব অবৈধ অস্ত্র উদ্ধার করছে। তবে এলাকায় শান্তি ও উন্নয়নের লক্ষে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান গতি বাড়ানোর জন্য তিনি দাবী জানান।


আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার বলেন, আপনি(প্রধানমন্ত্রী) জনগণের দোয়ায় পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হয়ে ৬৪টি জেলার মধ্যে রাঙামাটি জেলা থেকে সর্ব প্রথম আপনাকে সংবর্ধনা দিতে চাই। রাঙামাটিবাসী অধিরভাগে অপেক্ষা করে আসে আপনাকে প্রত্যক্ষভাবে দেখার জন্য।


সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাবেশে প্রধানঅতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নেতাকর্মী সবাইকে কাজ করতে হবে,যাতে নির্বাচন নিয়ে কোন প্রশ্ন উঠতে না পারে। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। নির্বাচনে কাউকে কোনো রকম বাঁধা দেওয়া যাবে না। ভোটাররা যাতে অবাধে নির্বিঘ্নে নিজেদের ভোট দিতে পারেন সে পরিবেশ বজায় রাখতে হবে।


তিনি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নেতাকর্মী সবাইকে কাজ করতে ও নৌকাকে জয় যুক্ত করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত