রাঙামাটিতে ভোট বর্জনে বিএনপি’র লিফলেট বিতরণে পুলিশের বাঁধা

Published: 23 Dec 2023   Saturday   

বিএনপি’র একদফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শনিবার রাঙামাটিতে জেলা বিএনপি’র ভোট বর্জনের লিফলেট বিতরণ করেছে। এসময় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। 


বিএনপি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ভোট বর্জনে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ বিভিন্ন অলিগলিতে জনগণের মধ্যে ভোট বর্জন লিফলেট বিতরণ করেন বিএনপি’র নেতৃবৃন্দরা। বিএনপি’র একদফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের বাঁধার মূখে পড়ে বিএনপি’র নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতা মনি স্বপন দেওয়ান, বিএনপি জেলা কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো,বিএনপি সভাপতি দীপন তালুকদার দিপু,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বিএনপি নেতা বাবর আলীসহ অংগ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা সিনিয়র যুগ্ন জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙামাটি জেলা শাখা একদফা নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন বর্জনে শহরের মধ্যে লিফলেট বিতরণ করতে গিয়ে তাতে পুলিশ বাঁধা দেয়। আমরা পুলিশেরএই বাঁধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই একদফা নির্বাচনে আগামী ৭ জানুয়ারি জনগণ ভোট দিতে যাবে না। রাঙামাটির জনগণ ভাগা-ভাগির নির্বাচনে অংশ গ্রহন করবে না এবং কেউ ভোট কেন্দ্রে ও যাবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত