সোমবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) রিস্টোরিং মাউন্টেইন ইকোসিস্টেম” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে বিশ্ব পর্বত দিবস পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের আয়োজনে দীপংকর তালুকদার ভবন সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাবিপ্রবি`র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ রুহুল আমিন। আলোচক ছিলেন রাবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান নেইংম্রাচিং চৌধুরী ননি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগত বক্তব্য প্রদান করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নিশাত সালসাবিল। অনুষ্ঠানে রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ থেকে একটি র্যালী বের করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা ঘুরে দীপংকর তালুকদার ভবনের সামনে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতারবলেন, মানুষের অপরিকল্পিত গাছপালা ধ্বংসের কারণে প্রকৃতি তার রূপ হারিয়ে ফেলছে। প্রতিদিন নানা কাজে ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা পাহাড়ের উপর নির্ভরশীল। তাই আমাদের এ পাহাড়কে রক্ষা করার জন্য সবাইকে সচেতন হতে হবে। বেশি করে গাছ রোপন করতে হবে। তাহলে আমরা আমাদের প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো।
প্রো-ভিসি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, বিশ্বে প্রকৃতির ইকো সিস্টেম দিন দিন ধ্বংস হচ্ছে।ফলে মানুষের খাদ্য ও বাসস্থানে সমস্যা হচ্ছে। পাহাড় আমাদের জীবনের সাথে জড়িত। আমাদের ইকো সিস্টেম নষ্ট হচ্ছে। ছড়া, ঝর্ণা শুকিয়ে যাচ্ছে। এগুলো আমাদের মানবসৃষ্টের কারণে হচ্ছে।তাই আমাদের ইকো সিস্টেম পুনরুদ্ধারের জব্য সবাইকে সচেতন হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.