কাউখালীতে নিজের রাইফেল গুলিতে এক পুলিশ সদস্যর আত্নহত্যার চেষ্টা

Published: 18 Nov 2023   Saturday   

কাউখালীর বেতবুনিয়ায়  ভূ-উপগ্রহ কেন্দ্রে এক  পুলিশ সদস্য নিজের বুকে  অস্ত্র টেকিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। শনিবার(১৮ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

পুলিশ সুত্র জানা যায়, শনিবার বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের পাহাড়ের উপর টাওয়ার পোষ্টে দায়িত্ব পালন করে আসছিলেন। সেখানে  পুলিশ সদস্যদের থাকার জন্য ব্যারাকও রয়েছে। দায়িত্ব পালন শেষে নিজ রুমে তার বিছানায় বসে কনস্টেবল মোতাহার হোসেন নিজের কাছে থাকা রাইফেল দিয়ে  বুকের ডান পাশে একটি গুলি করে। গুলির শব্দ পেয়ে সাথে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে তাকে মুমুষ অবস্থায় উদ্ধার করে  প্রথমে  রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার  উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত এ পুলিশ সদস্য (কং নং/২৮৭৩) মোঃ মোতাহের হোসেন,খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মদ্যমনা পাড়ার মৃত শীষ মোহাম্মদের ছেলে।  

 

আত্যহত্যা চেষ্টাকারী পুলিশ সদস্য  মোতাহের হোসেন পারিবারিক সমস্যার কারণে ঘটনাটি ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার স্ত্রীর সাথে  বিগত দুদিন যাবৎ বাক-বিতণ্ডা হয়েছে সূত্র  জানিয়েছে।  ঘটনার পর জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

কাউখালী থানার অফিসার ইনচাজ পারভেজ আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফোনে জানিয়েছেন গুলিতে আহত পুলিশ সদস্যর এখনো অপারেশন চলছে,। তবে গুলি বুক ভেদ করে বের হয়ে যাওয়ায় বুকের ভেতর থেকে রক্তক্ষরন হয়ে অনেক ক্ষতের সৃষ্টি হয়েছে বিধায় এখনো শংকামুক্ত নয়।    

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত