রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনায় ঘাতক চালক গ্রেফতার

Published: 09 Nov 2023   Thursday   

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দু নারী নিহত ও ৪ জন আহতের ঘটনায় পুলিশ বাস চালককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাস চালকের নাম নূরুল আবছার। তার বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা গ্রামের কবির আহম্মদের ছেলে।


বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে অয়োজিত এক সংবাদ সন্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মদ এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ, রাঙামাটি কতোয়ালী থানার ওসি মোঃ আরিফুর আমিন।


প্রেস ব্রিফিং এ বলা হয়, গেল ৪ নভেম্বর রাঙামাটি শহরের একটি বেপোয়ারা যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকা একটি অটোরিক্সা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারী গুলিমিলে চাকমা ও পরি চাকমা নিহত ও ৪ জন আহত হন। ঘটনার পর ঘাতক বাস চালক ঘটনার পর পর আতœগোপনে চলে যায়। ঘটনার পর পুলিশের একাধিক টিম রাঙামাটিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের (ডিএসবি) দিক নির্দেশনায় গেল ৮ নভেম্বর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাইবার ক্রাইম মনিটরিং সেল ও কতোয়ালী থানা পুলিশ চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে নূরুল আবছারকে গ্রেফতার করে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, গেল ৪ নভেম্বর রাঙামাটি শহরের একটি বেপোয়ারা যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকা একটি অটোরিক্সা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারী গুলিমিলে চাকমা ও পরি চাকমা নিহত ও ৪ জন আহত হন। আহতরা হলেন পরি চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা ও রিপন চাকমা। তারা বর্তমানে চট্টগ্রাম ও রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত