রাঙামাটিতে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

Published: 31 Oct 2023   Tuesday   

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে প্রথম দিনে বাসের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে গ্লোবাল টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি আজিজুর রহমান আজিজ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার বিকালে রাঙামাটি শহরের ফিসারী ঘাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।


আহত সাংবাদিক আজিজুর রহমান আজিজ জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শহরের ফিসারী ঘাট বাস স্ট্যান্ডে রাখা বাসের ভিডিও ফুটেজ তুলতে যান। এসময় একদল যুবক মোবাইলে তোলা ভিডিও চিত্রগুলো কেটে দিতে বলে। এতে তিনি ভিডিওগুলো কেটে না দেওয়ায় তার হাত থেকে মোবাইল কেড়ে নেয় ও তার উপর হামলা করে। এতে তিনি মারাতœক আহত হন। এক পর্যায়ে স্থানীয় দোকানীরা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনি আরো জানান, হামলাকারীরা ৪ থেকে ৫ জন হবে। সময় তিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও যুবকরা তার উপর হামলা করে। তিনি জানান, হামলাকারী যুবকদের নাম না জানলে মুখ চেনা।


রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, সাংবাদিদের উপর হামলাকারীদের পুলিশ চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে আহত সাংবাদিক থানায় এখনো মামলা দায়ের করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত