হামুনের প্রভাবে বুধবার ভোর থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচলের বন্ধের নির্দেশ

Published: 24 Oct 2023   Tuesday   

ঘূর্নিঝড় হামুন বৈরী আবহাওয়ার কারণে বুধবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্ষন্ত রাঙামাটির কাপ্তাই হ্রদের আভ্যন্তরীণ সকল প্রকার নৌ চলাচল বন্ধের নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

 

মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক মোাহাম্মদ মোশারফ হোসেন খানের স্বাক্ষরিত এক জরুরী সর্তকীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন।


বিজ্ঞাপ্তিতে বলা বলা হয়, ঘূর্নিঝড় হামুন এর প্রভাবজনিত কারণে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় মানুষের জানমালের নিরাপত্তা স্বার্থে রাঙামাটির কাপ্তাই হ্রদে বুধবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্ষন্ত হ্রদে অভ্যন্তরীণ সকল প্রকার নৌ চলাচল বন্ধ থাকবে।

 

এদিকে, পাহাড়ের পাদদেশে ঝুকিপুর্ন বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে।  জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত