বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

Published: 13 Oct 2023   Friday   

"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি"। প্রতিপাদ্যকে সামনে রেখে  শুক্রবার (১৩ অক্টোবর)  বিলাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 
 
 
দিবসটি উপলক্ষে উপজেলা  কনফারেন্স রুমে   প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  থানার এসআই (নিরস্ত্র)  দুলাল বাড়ৈই প্রমূখ। এর আগে সকালে সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।
 
 
 এ সময় বক্তারা ,  দূর্যোগ মোকাবেলার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন, দুর্যোগের পূর্ববর্তী এবং পরবর্তী সময় করনীয় বিষয়, জলবায়ু পরিবর্তনের সময় ভূমিধস, পাহাড়ধসম ও বন্যাসহ নানা দুর্যোগ মোকাবেলায় সরকার কতৃক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত