আবারো রাঙামাটি আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে-দীপংকর তালুকদার এমপি

Published: 09 Sep 2023   Saturday   

আগামী নির্বাচনে আওয়ামীলীগের  জয়ের জন্য তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী করার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, আগামী নির্বাচনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরো জোড়ালোভাবে কাজ করতে হবে। আর কাজ করার জন্য সবাইকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আবারো  রাঙামাটির এ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো।


শনিবার রাঙামাটির কাউখালী উপজেলা অটোটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। সভায় বিশেষ বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামুসুদৌহা চৌধুরী,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের  সদস্য অংসুসাইন চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব প্রমূখ। সঞ্চালনা করেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার।


বর্ধিত সভায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ও যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ  এবং  জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত