কাপ্তাই হ্রদে জেলেদের মাছ শিকার শুরু

Published: 01 Sep 2023   Friday   

দীর্ঘ ৪ মাস ১২ দিন পর আজ শুক্রবার মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হয়েছে। চিরচেনা রূপে ফিরছে কাপ্তাই হ্রদ। দীর্ঘ সময় বন্ধের পর মাছ আহরণ শুরু হওয়ায় খুশী জেলেসহ শ্রমিকরা।


নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে জাল ফেলে মাছ আহরণ করে জেলেরা। সকাল থেকে রাঙামাটি শহরের ফিসারী অবতরণ ঘাটসহ চারটিতে আহরিত মাছ ল্যান্ডিং শুরু হয়েছে। এছাড়া বরফকলগুলো চালু হয়েছে। কাপ্তাই হ্রদে আহরিত মিঠা পানির মাছ  চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হয়েছে। ফিসারী পল্টুনে মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের বেড়েছে কর্মব্যস্ততা।


উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও হ্রদে কার্প জাতীয় মাছের আধিকত্য বাড়াতে গেল ২০ এপ্রিল থেকে ১লা মে পর্ষন্ত তিন মাসের জন্য হ্রদের মাছ শিকার ও বিপননের উপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। তবে হ্রদে পানি না বাড়ায় দুই দফা বাড়িয়ে ৩১ আগষ্ট পর্ষন্ত নিষেজ্ঞা জারি করা হয়। চার মাস ১২ দিন বন্ধ থাকার পর শুক্রবার মধ্যরাত থেকে থেকে হ্রদে মাছ শিকার ও বাজারজাত উন্মুক্ত করা হয়। এ হ্রদে প্রায় ২৭ হাজার জেলে ছাড়াও দেড় শতাধিক ব্যবসায়ী জীবিকা নির্বাহ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত